হদিস মিলেনি মন্ত্রীর ফোনের
- আপডেট : ০২:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / 240
রাজধানীর বিজয় সরণিতে ছিনতাই হওয়া পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোনের কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ব্যাপক তৎপরতা চালালেও গত রোববার সন্ধ্যায় ছিনতাই হওয়া মন্ত্রীর মোবাইল ফোনের কোনো হদিসই মিলছে না। এরই মধ্যে পুলিশ বিজয় সরণি- তেজগাঁও এলাকার বেশ কজন চিহ্নিত ছিনতাইকারীকে ধরে জিজ্ঞাসাবাদ করেছে। কিন্ত কেউই বলতে পারছে না, কোন ছিনতাইকারীর এত সাহস য়ে মন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই করে।
ওই এলাকার ছিনতাইকারী ও চোরদের দাবি, ফোনটি তাদের চেনাজানা কেউ ছিনতাই করেননি। বাইরের এলাকা থেকে এসে কেউ হয়তো পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাই করেছে।
মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ওই রাতেই কাফরুল থানায় মামলা করেছেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর। মামলা নম্বর ৩৬। এজাহারে বলা হয়, পরিকল্পনামন্ত্রী রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অফিস থেকে সরকারি গাড়ি নম্বর ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮২৪ তে করে বেইলি রোডে নিজ বাসার উদ্দেশে রওনা হন। বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রী গাড়ির জানালা খুলে মোবাইল ফোনে কথা বলছিলেন। ওই সময় অজ্ঞাতনামা এক চোর মন্ত্রীর ব্যবহৃত আইফোন এক্স হাত থেকে টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গাড়িতে বসা মন্ত্রীর গানম্যান অজ্ঞাতনামা ওই চোরের পেছনে ধাওয়া করলেও চোর পালিয়ে যেতে সক্ষম হয়।
কাফরুল থানা পুলিশ পুলিশ জানায়, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। আশপাশের এলাকার ক্যামেরাগুলো থেকে ছিনতাইয়ের সময়ের ফুটেজ উদ্ধার করা হয়েছে। তবে অস্বাভাবিক কিছুই পায়নি পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা এসআই জিএম ফরিদুল আলম জানান, ইতোমধ্যে চন্দ্রিমা উদ্যানের ভেতরের টোকাই-ছিনতাইকারী, শেরে বাংলা মাঠ সংলগ্ন এলাকার টোকাই, আগারগাঁওসহ আশপাশের এলাকার স্থানীয় ও সন্দেহভাজনদের থানায় আনা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে মোবাইলের কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে মামলাটি দায়ের করার পর পরই ফোন উদ্ধারে মাঠে নামে মহানগর গোয়েন্দা (ডিবি)। তবে এখনো কোনো সূত্র উদ্ধার করতে পারেনি তারা।