বরিশালের সংঘর্ষের ঘটনায় ১২ জনের জামিন

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • / 181
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভব‌ন চত্বরে হামলা ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ইউএনওর দা‌য়ের করা মামলায় ৩ জন এবং পুলিশের মামলায় ৯ জনসহ ১২ জনকে জামিন দেয়া হয়েছে।

বুধবাার দুপুর দেড়টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম বিল্লাহ এ আদেশ দেন।

এ দুই মামলার দুই আসামি ঢাকায় চিকিৎসাধীন ও কাউন্সিলরসহ বাকি ৭ আসামি বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাদের জামিন হয়নি।

আদালতের নিবন্ধন কর্মকর্তা খোকন চন্দ্র দে জানান, পুলিশের দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন ইখতিয়ার উদ্দিন, আব্দুস সালাম মনু, মোমিন উদ্দিন কালু, কবির তালুকদার, হুমাউন হাওলাদার, ইলিয়াস, জমির উদ্দিন, আলো গাজী ও নাসির উদ্দিন।

ইউএনও’র মামলায় জামিন পেয়েছেন ইখতিয়ার উদ্দিন, আব্দুস সালাম মনু ও আলো গাজী।

এ দিন দুপুর সা‌ড়ে ১২টায় ব‌রিশা‌লের অ‌তি‌রিক্ত চিফ মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে আসামিদের পক্ষে সাবেক এমপি তালুকদার মো. ইউনুস ও সরকারি কৌশলী একেএম জাহাঙ্গীর আসামিদের পক্ষে জামিন আ‌বেদন করেন। আবেদনের পর বিচারক শুনানি শে‌ষে আদে‌শের জন্য অপেক্ষমান রাখেন।

পরে দুুপুর দেড়টার দিকে আদালতের বিচারক দুই মামলায় ১২ আসামির জামিন মঞ্জুর করেন। এখনো ৭ আসামি কারাগারে। বাকি দুইজন ঢাকায় চিকিৎসাধীন।

এ ব্যাপারে রাষ্ট্রপ‌ক্ষের আব‌নিজীবী এ‌কেএম জাহাঙ্গীর ব‌লেন, উভয়পক্ষের উপ‌স্থি‌তি‌তে শুনানি হ‌য়ে‌ছে।

আসামিপ‌ক্ষের আইনজীবী তালুকদার মো. ইউনুস ব‌লেন, জামিন পাওয়ার অ‌ধিকার সবার র‌য়ে‌ছে। আমরা ন্যায়বিচার প্রত্যাশা কর‌ছি। এখানে শুধুমাত্র গ্রেপ্তারকৃত আসামিদের জামিনে আবেদন করা হয়েছে। অন্য অভিযুক্তদের জামিনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রা‌তে ব‌রিশাল সদর উপ‌জেলা পরষদ চত্ব‌রের ঘটনায় ১৯ আগস্ট রা‌তে ইউএনও ও পু‌লিশ বাদী হ‌য়ে দুটি মামলা দা‌য়ের ক‌রে। ওই দুই মামলায় ২৩ জন‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। এর ম‌ধ্যে ২ জন ঢাকায় চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে। বা‌কি ২১ আসাসির জা‌মিন আ‌বেদন করা হ‌লে ১২ জনকে জামিন দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরিশালের সংঘর্ষের ঘটনায় ১২ জনের জামিন

আপডেট : ০১:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভব‌ন চত্বরে হামলা ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ইউএনওর দা‌য়ের করা মামলায় ৩ জন এবং পুলিশের মামলায় ৯ জনসহ ১২ জনকে জামিন দেয়া হয়েছে।

বুধবাার দুপুর দেড়টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম বিল্লাহ এ আদেশ দেন।

এ দুই মামলার দুই আসামি ঢাকায় চিকিৎসাধীন ও কাউন্সিলরসহ বাকি ৭ আসামি বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাদের জামিন হয়নি।

আদালতের নিবন্ধন কর্মকর্তা খোকন চন্দ্র দে জানান, পুলিশের দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন ইখতিয়ার উদ্দিন, আব্দুস সালাম মনু, মোমিন উদ্দিন কালু, কবির তালুকদার, হুমাউন হাওলাদার, ইলিয়াস, জমির উদ্দিন, আলো গাজী ও নাসির উদ্দিন।

ইউএনও’র মামলায় জামিন পেয়েছেন ইখতিয়ার উদ্দিন, আব্দুস সালাম মনু ও আলো গাজী।

এ দিন দুপুর সা‌ড়ে ১২টায় ব‌রিশা‌লের অ‌তি‌রিক্ত চিফ মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে আসামিদের পক্ষে সাবেক এমপি তালুকদার মো. ইউনুস ও সরকারি কৌশলী একেএম জাহাঙ্গীর আসামিদের পক্ষে জামিন আ‌বেদন করেন। আবেদনের পর বিচারক শুনানি শে‌ষে আদে‌শের জন্য অপেক্ষমান রাখেন।

পরে দুুপুর দেড়টার দিকে আদালতের বিচারক দুই মামলায় ১২ আসামির জামিন মঞ্জুর করেন। এখনো ৭ আসামি কারাগারে। বাকি দুইজন ঢাকায় চিকিৎসাধীন।

এ ব্যাপারে রাষ্ট্রপ‌ক্ষের আব‌নিজীবী এ‌কেএম জাহাঙ্গীর ব‌লেন, উভয়পক্ষের উপ‌স্থি‌তি‌তে শুনানি হ‌য়ে‌ছে।

আসামিপ‌ক্ষের আইনজীবী তালুকদার মো. ইউনুস ব‌লেন, জামিন পাওয়ার অ‌ধিকার সবার র‌য়ে‌ছে। আমরা ন্যায়বিচার প্রত্যাশা কর‌ছি। এখানে শুধুমাত্র গ্রেপ্তারকৃত আসামিদের জামিনে আবেদন করা হয়েছে। অন্য অভিযুক্তদের জামিনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রা‌তে ব‌রিশাল সদর উপ‌জেলা পরষদ চত্ব‌রের ঘটনায় ১৯ আগস্ট রা‌তে ইউএনও ও পু‌লিশ বাদী হ‌য়ে দুটি মামলা দা‌য়ের ক‌রে। ওই দুই মামলায় ২৩ জন‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। এর ম‌ধ্যে ২ জন ঢাকায় চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে। বা‌কি ২১ আসাসির জা‌মিন আ‌বেদন করা হ‌লে ১২ জনকে জামিন দেয়া হয়।