দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্য রওনা দিয়েছে ডুয়েটের পাঁচ শিক্ষার্থী
- আপডেট : ০৩:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / 65
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাপনায় সমন্বিত সক্ষমতা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে ডুয়েটের পাঁচ শিক্ষার্থীকে তালিকাভুক্ত করা হয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পিজিসিবি কর্তৃক “বাংলাদেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাপনায় সমন্বিত সক্ষমতা উন্নয়ন প্রকল্প (Integrated Capacity Development Project in Power Transmission System of Bangladesh)” শীর্ষক প্রকল্পের আওতায় Korea University of Technology and Education (KOREATECH) দক্ষিণ কোরিয়াতে দুই সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মনোনীত দশ জন শিক্ষার্থী এর মধ্য হতে পাঁচজন জনকে প্রাথমিকভাবে চূড়ান্ত তালিকাভুক্ত করা হয়েছে।
শিক্ষার্থীরা হলেন ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদা আক্তার, মো. রফিকুল ইসলাম, এবং একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফরিন আক্তার, সৌরভ কুমার বিশ্বাস ও মো. আবু মোরশেদ সিদ্দিক।
Korea University of Technology and Education Industry-University Cooperation Foundation ( KOREATECH IUCF) এর সভাপতি Prof. Gyu Mann Lee সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় উক্ত প্রকল্পের আওতায় মনোনীত শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২২শে সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবর ২০২৪ পর্যন্ত দুই সপ্তাহব্যাপী চলমান থাকবে এবং মনোনীত শিক্ষার্থীদের প্রশিক্ষণকালীন দক্ষিণ কোরিয়ায় যাতায়াতসহ যাবতীয় ব্যয়ভার KOREATECH Agency বহন করবে।