এবার শিক্ষকদেরও লাগবে ডোপ টেস্ট

প্রতিনিধির নাম
  • আপডেট : ০৩:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • / 168
::নিজস্ব প্রতিবেদক::

শিক্ষকদের চাকরীতে যোগদান করতে শুধুমাত্র স্বাস্থ্য পরীক্ষা করা হতো। কিন্তু এখন থেকে ডোপটেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর ফলে পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) নব-নিয়োগপ্রাপ্ত ২ হাজার ১২১জন শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক সরকারি আদেশ জারি করেছে। এতে স্বাক্ষর করেন মো. ফরিদ হোসেন।

আদেশে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পিএসসি সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা ৪ জুলাই হতে ১২ জুলাই পর্যন্ত নির্ধারিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে এবার নতুন করে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এক্সরে রিপোর্ট, প্রস্রাব ও চক্ষু পরীক্ষার সঙ্গে ডোপটেস্টও বাধ্যতামূলক করা হয়েছে।

সূত্র জানায়, গণিত, শারীরিক শিক্ষা, ভূগোল, ব্যবসায় শিক্ষা, কৃষি শিক্ষা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান এই আটটি বিষয়ের সকল প্রার্থী স্বাস্থ্য পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। এছাড়াও জীববিজ্ঞানে সুপারিশপ্রাপ্ত ২২৭ জনের মধ্যে ২১১ জন, বাংলায় সুপারিশপ্রাপ্ত ৫০৫ জনের মধ্যে ৫০৪ জন, চারুকলায় সুপারিশপ্রাপ্ত ১৫৭ জনের মধ্যে ১৪১ জন, ধর্মে সুপারিশপ্রাপ্ত ২৫৩ জনের মধ্যে ২৫২ জন স্বাস্থ্য পরীক্ষার সূচী অনুযায়ী মনোনীত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার শিক্ষকদেরও লাগবে ডোপ টেস্ট

আপডেট : ০৩:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
::নিজস্ব প্রতিবেদক::

শিক্ষকদের চাকরীতে যোগদান করতে শুধুমাত্র স্বাস্থ্য পরীক্ষা করা হতো। কিন্তু এখন থেকে ডোপটেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর ফলে পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) নব-নিয়োগপ্রাপ্ত ২ হাজার ১২১জন শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক সরকারি আদেশ জারি করেছে। এতে স্বাক্ষর করেন মো. ফরিদ হোসেন।

আদেশে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পিএসসি সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা ৪ জুলাই হতে ১২ জুলাই পর্যন্ত নির্ধারিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে এবার নতুন করে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এক্সরে রিপোর্ট, প্রস্রাব ও চক্ষু পরীক্ষার সঙ্গে ডোপটেস্টও বাধ্যতামূলক করা হয়েছে।

সূত্র জানায়, গণিত, শারীরিক শিক্ষা, ভূগোল, ব্যবসায় শিক্ষা, কৃষি শিক্ষা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান এই আটটি বিষয়ের সকল প্রার্থী স্বাস্থ্য পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। এছাড়াও জীববিজ্ঞানে সুপারিশপ্রাপ্ত ২২৭ জনের মধ্যে ২১১ জন, বাংলায় সুপারিশপ্রাপ্ত ৫০৫ জনের মধ্যে ৫০৪ জন, চারুকলায় সুপারিশপ্রাপ্ত ১৫৭ জনের মধ্যে ১৪১ জন, ধর্মে সুপারিশপ্রাপ্ত ২৫৩ জনের মধ্যে ২৫২ জন স্বাস্থ্য পরীক্ষার সূচী অনুযায়ী মনোনীত হয়েছেন।