বগুড়ায় বিষ্ণুমূর্তি উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট : ১২:১৫:৩৪ অপরাহ্ন, সোমাবার, ৩০ অগাস্ট ২০২১
- / 152
ওসি শহিদুল ইসলাম বলেন, উপজেলার গোঁড়তা গ্রামে একটি পুকুর খনন করা হয়। আর সেই পুকুরে গোসল করতে নেমে ওই বিষ্ণু মূর্তিটি পান কিশোর সবুজ শীল।
এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখান থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধার হওয়া কালো পাথরের ওই মূর্তির ওজন সাত কেজি ৩০০ গ্রাম।
তিনি আরও বলেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এটিকে বিষ্ণুমূর্তি বলে নিশ্চিত করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর প্রক্রিয়াধীন। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।