ফের দুইশ’র ওপরে মৃত্যু
- আপডেট : ০১:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / 323
করোনাভাইরাসে দেশে একদিনে আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৮৯ জন। এর আগে গতকাল (১৬ জুলাই) ১৮৭ জনের মৃত্যু হয়েছিলো।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ১৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ২১৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২ লাখ ১৫ হাজার ৫৮১টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১০ লাখ ৯২ হাজার ৪১১ জন। এদেরমধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬৬৯ জনে।
এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ লাখ ২৩ হাজার ১৬৩ জন।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৪৪৮০, ময়মনসিংহে ১৬৯, চট্টগ্রামে ১৮৮৫, রাজশাহীতে ৫৮৯, রংপুরে ৩৩০, খুলনায় ৫৩৯, বরিশালে ১৫৬, সিলেটে ৩৪১ জন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২০৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ৮২, খুলনায় ৪৯, চট্টগ্রামে ৩২, রাজশাহীতে ২০, বরিশালে ৫, সিলেটে ২, রংপুরে ১০ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।
এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ হাজার ২৯১ জন এবং নারী ৫ হাজার ৩৭৮ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে এক জনের বয়স ৯১ বছরের বেশি। এছাড়া ৮১ থেকে ৯০ বছরের ১৫, ৭১ থেকে ৮০ বছরের ৩৫, ৬১ থেকে ৭০ বছরের ৫১, ৫১ থেকে ৬০ বছরের ৫৮ জন, ৪১ থেকে ৫০ বছরের ২৫ জন রয়েছেন, ৩১ থেকে ৪০ বছরের ১২ জন, ২১ থেকে ৩০ বছরের ৫ জন রয়েছেন এবং ১১ থেকে ২০ বছরের ২ জন রয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।