শিল্পার পরিবারে করোনার থাবা

প্রতিনিধির নাম
  • আপডেট : ০৭:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / 267

শিল্পা শেঠির গোটা পরিবারে করোনার থাবা। সংগৃহীত ছবি।

::যুগের কন্ঠ ডেস্ক::

ভারতে তাণ্ডব চালাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। বাদ যায়নি বলিউডও। প্রতিদিনই কোনো না কোনো তারকার করোনা সংক্রমণের খবর মিলছে। এবার জানা গেল অভিনেত্রী শিল্পা শেঠির গোটা পরিবার করোনা আক্রান্ত।

শুক্রবার ইনস্টাগ্রামে শিল্পা লিখেছেন, ‘গত ১০ দিন ধরে পরিবারের সবাই এক কঠিন পরিস্থিতি পার করছি। আমার শ্বশুর-শাশুড়ি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এরপর শামিশা (শিল্পার মেয়ে), ভিয়ান (ছেলে), রাজ কুন্দ্রা (স্বামী) ও আমার মা কোভিড পজিটিভ হয়েছেন। তারা আইসোলেশনে আছে ও চিকিৎসকের নির্দেশ ও সকল নিয়ম মেনে চলছে। বাড়ির দু’জন কর্মীও করোনায় আক্রান্ত।’

শিল্পা ইনস্টাগ্রাম পোস্টে আরও জানিয়েছেন, তিনি করোনা নেগেটিভ। শিল্পা বলেন, ‘ঈশ্বরের করুণায় সবাই সুস্থতার পথে। আমার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বিএমসি কর্মকর্তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আপনি কোভিড পজিটিভ হন কিংবা না হন, অবশ্যই মাস্ক পরুন এবং স্যানিটাইজ করতে থাকুন। সুরক্ষিত থাকুন আর মানসিকভাবেও সুস্থ থাকুন।’

ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভূমি পেডনেকর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফের মতো তারকারা। এবার শিল্পার পরিবারের খবর প্রকাশ্যে এলো। বর্তমানে নাচের রিয়ালিটি শো ‘সুপার ডান্সার’-এর বিচারক শিল্পা। শোনা গেছে, সেই কাজ আপাতত বন্ধ রেখেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিল্পার পরিবারে করোনার থাবা

আপডেট : ০৭:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
::যুগের কন্ঠ ডেস্ক::

ভারতে তাণ্ডব চালাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। বাদ যায়নি বলিউডও। প্রতিদিনই কোনো না কোনো তারকার করোনা সংক্রমণের খবর মিলছে। এবার জানা গেল অভিনেত্রী শিল্পা শেঠির গোটা পরিবার করোনা আক্রান্ত।

শুক্রবার ইনস্টাগ্রামে শিল্পা লিখেছেন, ‘গত ১০ দিন ধরে পরিবারের সবাই এক কঠিন পরিস্থিতি পার করছি। আমার শ্বশুর-শাশুড়ি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এরপর শামিশা (শিল্পার মেয়ে), ভিয়ান (ছেলে), রাজ কুন্দ্রা (স্বামী) ও আমার মা কোভিড পজিটিভ হয়েছেন। তারা আইসোলেশনে আছে ও চিকিৎসকের নির্দেশ ও সকল নিয়ম মেনে চলছে। বাড়ির দু’জন কর্মীও করোনায় আক্রান্ত।’

শিল্পা ইনস্টাগ্রাম পোস্টে আরও জানিয়েছেন, তিনি করোনা নেগেটিভ। শিল্পা বলেন, ‘ঈশ্বরের করুণায় সবাই সুস্থতার পথে। আমার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বিএমসি কর্মকর্তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আপনি কোভিড পজিটিভ হন কিংবা না হন, অবশ্যই মাস্ক পরুন এবং স্যানিটাইজ করতে থাকুন। সুরক্ষিত থাকুন আর মানসিকভাবেও সুস্থ থাকুন।’

ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভূমি পেডনেকর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফের মতো তারকারা। এবার শিল্পার পরিবারের খবর প্রকাশ্যে এলো। বর্তমানে নাচের রিয়ালিটি শো ‘সুপার ডান্সার’-এর বিচারক শিল্পা। শোনা গেছে, সেই কাজ আপাতত বন্ধ রেখেছেন তিনি।