কারাগারের পার্লারে হাতে মেহেদি লাগান পরীমনি
প্রতিনিধির নাম
- আপডেট : ১২:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / 242
মাদক মামলায় গ্রেপ্তার নায়িকা পরীমনি মুক্তি পেয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। এ সময় পরীমনির হাতের তালুতে আঁকা একটি লেখায়-‘ডোন্ট লাভ মি বিচ’ আটকে যায় সবার চোখ। অনেকের মনে প্রশ্ন উঠেছে, কারাগারে পরীমনি মেহেদি পেলেন কীভাবে?
কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কাশিমপুর মহিলা কারাগারে বিউটি পার্লার রয়েছে। সাজাপ্রাপ্ত আসামিদের প্রশিক্ষণের জন্য এই পার্লার করা হয়েছে। তবে সেখানে শুধু প্রশিক্ষণ নয়, আসামিদের সাজার সুযোগও থাকে। সেখান থেকেই মেহেদি লাগাতে পারেন পরীমনি।
সূত্র আরও জানায়, কারাগারের বাইরে থেকে মেহেদি আনার কোনো সুযোগ নেই।
এর আগে সকাল সাড়ে ৮টায় পরীমনির খালু জসিম উদ্দিনসহ কয়েকজন নিকটাত্মীয় ও আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী কারা ফটকে যান।
এ সময় তার আইনজীবী বলেন, আদালত দুই পক্ষের আইনজীবীর শুনানির পর পরীমনিকে জামিন দেয়। তবে কাশিমপুর কারাগারে জামিনের কাগজপত্র না আসায় মঙ্গলবার তাকে মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ।