রাজশাহীতে করোনায় আরও ৭ মৃত্যু
- আপডেট : ১১:৪৪:০৯ পূর্বাহ্ন, সোমাবার, ৭ জুন ২০২১
- / 239
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে ২৩২ জন করোনা রোগী ভর্তি আছেন।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৪ জন উপসর্গে মারা গেছেন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, রাজশাহীর দুই এবং চুয়াডাঙ্গার একজন রয়েছেন। আইসিইউ এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
হাসপাতাল সূত্র জানায়, রাজশাহী বিভাগে গত মে মাসের শেষ সপ্তাহ থেকে করোনায় মৃত্যু বাড়ছে। গত ২৪ মে রাজশাহী মেডিকেলে এক দিনে প্রথম সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়। তবে ৪ জুন হাসপাতালে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল।
হাসপাতালের দেওয়া হিসাবমতে, গত ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১১৪ জন। এর মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন ৬৯ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন এবং সবশেষ আজ মারা গেলেন ৭ জন।