ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৩৩ জন

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:২০:৩৬ অপরাহ্ন, সোমাবার, ৩০ অগাস্ট ২০২১
  • / 186
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দশ হাজার ৯০ জনে দাঁড়িয়েছে। ডেঙ্গু আক্রান্ত ৪২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ২৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতলে ভর্তি হয়েছেন ২১৩ রোগী।২০ জন রোগী ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি আগস্ট মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে সাত হাজার ৪৯৫ জনের। এর আগে, গত জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে জুলাই মাসে ১২ জন আর আগস্ট মাসে এখন পর্যন্ত ৩০ জন মারা গেছেন।

বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে এক হাজার চার জন ও ঢাকার বাইরে ১৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৩৩ জন

আপডেট : ১২:২০:৩৬ অপরাহ্ন, সোমাবার, ৩০ অগাস্ট ২০২১
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দশ হাজার ৯০ জনে দাঁড়িয়েছে। ডেঙ্গু আক্রান্ত ৪২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ২৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতলে ভর্তি হয়েছেন ২১৩ রোগী।২০ জন রোগী ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি আগস্ট মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে সাত হাজার ৪৯৫ জনের। এর আগে, গত জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে জুলাই মাসে ১২ জন আর আগস্ট মাসে এখন পর্যন্ত ৩০ জন মারা গেছেন।

বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে এক হাজার চার জন ও ঢাকার বাইরে ১৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।