করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৭১৯ চিকিৎসকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট : ০১:৩১:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / 223
::যুগের কন্ঠ ডেস্ক::
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতে এখন পর্যন্ত ৭১৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শনিবার দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এতথ্য জানিয়েছে।
মৃতদের মধ্যে ভারতের বিহারে ১১১ জন, দিল্লিতে ১০৯ জন, উত্তর প্রদেশে ৭৯ জন, পশ্চিমবঙ্গে ৬৩, রাজস্থানে ৪৩ জন, অন্ধ্রপ্রদেশে ৩৫ জন, তেলেঙ্গানায় ৩৬ জন, তামিল নাড়ুতে ৩২ জন, কেরালায় ২৪ জন এবং কর্নাটকে ৯ জন চিকিৎসক মারা গেছেন।
এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ হাজার দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৩ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। এছাড় নতুন করে ৮৪ হাজার ৩৩২ জনসহ এখন পর্যন্ত মোট দুই কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।