ইয়াস তাণ্ডবে পশ্চিমবঙ্গে নিহত বেড়ে ৩
- আপডেট : ০৭:৪৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / 228
ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে ভারতের আবহাওয়া বিভাগের ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইয়াসের তাণ্ডবে পশ্চিমবঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে। তবে ওড়িশা থেকে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আসেনি।
মৃত তিনজনের মধ্যে দুইজন মারা গেছেন বজ্রাঘাতে, অপর একজন মারা গেছেন অতিবৃষ্টির ফলে দেয়াল ধ্বসের কারণে।
ইয়াসের প্রভাবে মঙ্গলবার রাত থেকেই পশ্চিমবঙ্গের জেলাগুলোতে শুরু হয়েছে বজ্র-বিদ্যুৎসহ ভারী বর্ষণ। দিঘায় শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস। সমুদ্রের অবস্থা উত্তাল। পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গের ১০টি জেলায় নামানো হয়েছে সেনা।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার বেশিরাভাগ এলাকায় ভারী বৃষ্টি ও ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাবে। এছাড়া উপকূলবর্তী এলাকায় জলোচ্ছাসের সময় সেখানে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা হতে পারে ২ থেকে ৪ মিটার পর্যন্ত।