আগামী বসন্তে স্বাভাবিক জীবনে ফিরবে যুক্তরাষ্ট্র, আশা ফাউসির
- আপডেট : ০১:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / 158
ফাউসি মনে করেন, আগামী বসন্তের মধ্যে যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণে চলে আসবে করোনা। হোয়াইট হাউসের প্রধান এ চিকিৎসা উপদেষ্টা স্থানীয় সময় সোমবার রাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে এসব কথা বলেন।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে অনুমোদন পেয়েছে ফাইজারের করোনা ভ্যাকসিন। যুক্তরাষ্ট্রে চলতি আগস্ট মাসে প্রতিদিন ৪ লাখের বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। সব মিলিয়ে দেশটির ১৭ কোটি ১১ লাখ মানুষকে করোনা টিকার পূর্ণ ডোজ দেয়া হয়েছে।
ফাউসি বলেন, ‘আমাদের আশা, আমরা সে অবস্থায় (স্বাভাবিক জীবন) পৌঁছতে পারবো। কিন্তু এটার কোনো নিশ্চয়তা দেয়া যাচ্ছে না; বিষয়টি সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করছে।’
দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, যুক্তরাষ্ট্রে সর্বাধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন করোনার ধরন ডেল্টা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। করোনা নিয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং যাদের মৃত্যু হচ্ছে, তাদের অধিকাংশই টিকা গ্রহণ করেননি।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ফ্রান্সিস কলিন্স ওয়াশিংটন পোস্ট বলেন, ‘(যুক্তরাষ্ট্রের) বর্তমান পরিস্থিতি খুবই খারাপ।’ ডেল্টার প্রকোপ প্রসঙ্গে তিনি জানান, ‘এটা আমাদের কাছে অনেকটা নতুন মহামারির মতো। আমরা কোভিড-১৯ সম্পর্কে যা যা জানতাম, সবই আবার পুনঃপর্যালোচনা করতে হচ্ছে।’
তিনি বলেন, ‘আমি মনে করি আমরা বেশ বিপদের মধ্যে আছি, অন্তত আগামী কয়েক মাসের জন্য হলেও।’ প্রসঙ্গত, বিশে^ করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। সেখানে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ লাখ ৩১ হাজার জন, যা বিশে^র যে কোনো দেশের চেয়ে বেশি।