পাঞ্জশির ঘিরে ফেলেছে তালেবান, চলছে তীব্র লড়াই
- আপডেট : ০১:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / 129
পাঞ্জশিরের আহমেদ মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) এক মুখপাত্র দাবি, তালেবান যোদ্ধারা কাপিসা প্রদেশ ও পাঞ্জশিরের সীমান্তবর্তী দ্বারবান্দ উপত্যকায় পৌঁছে গেলেও তাদের হটিয়ে দেয়া হয়। তবে তালেবানের পক্ষ থেকে তীব্র লড়াইয়ের কথা জানানো হয়েছে।
এনআরএফ মুখপাত্র ফাহিম দাস্তি শনিবার এক টুইট বার্তায় বলেন, আফগানিস্তানের শক্ত ঘাঁটির প্রতিরক্ষা ভাঙা সম্ভব নয়।
তালেবানের পক্ষ থেকে পাঞ্জশিরে তুমুল লড়াই চলার কথা বললেও অগ্রগতি ধীর বলে জানিয়ে তাদের দাবি, রাজধানী বাজারাক অভিমুখী সড়ক এবং প্রাদেশিক গভর্নর কম্পাউন্ডে ল্যান্ডমাইন স্থাপন করে রাখায় অগ্রগতি বেশ ধীর। তালেবানের একটি সূত্র বলেছে, মাইন নিষ্ক্রিয় করা এবং হামলা একই সঙ্গে চলছে।
সরকার ঘোষণায় বিলম্ব আর পাঞ্জশিরে তুমুল লড়াইয়ের কারণে অনেকেই মনে করছেন তালেবান আফগানিস্তানের শক্ত এই ঘাঁটি দখলের আগে হয়তো সরকার ঘোষণা করবে না।