এগ চাউমিন তৈরির রেসিপি
প্রতিনিধির নাম
- আপডেট : ০২:৪০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / 266
::লাইফস্টাইল ডেস্ক::
তৈরি করতে যা লাগবে
চাউমিন- ১ প্যাকেট
আলু- ১টি
ক্যাপসিকাম- আধা কাপ
পেঁয়াজ কুচি- ২টি
মরিচ কুচি- স্বাদমতো
রসুন কুচি- এক টেবিল চামচ
গোল মরিচ গুঁড়া- সামান্য
তেল- পরিমাণমতো
লবণ- পরিমাণমতো
ডিম- ২টি।
তৈরি করবেন যেভাবে
প্রথমে আলু ছোট ছোট করে কেটে নিন। এবার আলু আর চাউমিন সেদ্ধ করে নিন পানি ঝরিয়ে নিন। কড়াইয়ে তেল দিয়ে তাতে ক্যাপসিকাম কুচি, পেয়াজ, কাঁচা মরিচ, গোলমরিচ গুঁড়া, রসুন ও লবণ দিয়ে সামান্য ভেজে নিন। এবার তাতে চাউমিন ও আলু দিয়ে দিন। এরপর তাতে দিন আগে থেকে ঝুরি করে ভেজে রাখা ডিম। ভালোভাবে মেশানো হলে নামিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন।