সংসদে জাতীয় আর্কাইভ বিল উত্থাপন
- আপডেট : ০১:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / 220
সংসদে বাংলাদেশ জাতীয় আর্কাইভ বিল, ২০২১ উত্থাপন করা হয়েছে।
রোববার জাতীয় সংসদে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ আইনটি সংসদে উত্থাপন করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করেন। বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ অধিবেশন শুরু হয় সকাল ১১টা ০৪ মিনিটে।
শুরুতে শিশু দিবাযত্ন বিল, ২০২১ এবং হজ ও ওমরা ব্যবস্থ্যাপনা বিল, ২০২১ এর ওপর পৃথকভাবে মহিলা ও শিশু বিষয়ক মন্রণালয় সম্পর্কিত এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। রিপোর্ট দু’টি উপস্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যথাক্রমে বেগম মেহের আফরোজ ও হাফেজ রুহুল আমিন মাদানি।
এরপর সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়। আলেচনায় অংশ নেন সরকারি দলের অধ্যাপক আলী আশরাফ, আবুল হাসান মাহমুদ আলী, মহিউদ্দিন খান আলমগীর, উপাধ্যক্ষ আবদুস শহীদ, তাহজিব আলম সিদ্দিকী, সেলিমা আহমাদ, বিএনপির হারুনুর রশীদ ও রুমীন ফারহানা।