দুর্গম এলাকাতেও পৌঁছাবে নেটওয়ার্ক

প্রতিনিধির নাম
  • আপডেট : ০৬:৫৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • / 187

সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি

::নিজস্ব প্রতিবেদক::
নিজস্ব অর্থায়নে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ স্থাপনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, এর ফলে দেশের দুর্গম এলাকা ও দীপাঞ্চল নেটওয়ার্কের আওতায় আসবে।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলমান পঞ্চম এলডিসি সম্মেলনের প্রস্তুতি কমিটির সভার দ্বিতীয় দিন ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন তিনি। এদিন ‘বহুমাত্রিক ঝুঁকি মোকাবেলা এবং উন্নয়নের টেকসই লক্ষ্য অর্জনে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তির ব্যবহার’ শীর্ষক আলোচনায় মূল বক্তা ছিলেন জয়।

‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের ফলে বাংলাদেশের জিডিপি চীনকেও ছাড়িয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, করোনার মধ্যেও আমরা জিডিপি প্রবৃদ্ধিতে ভারতকে অতিক্রম করেছি ; ২০২০ সালে আমাদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২,২২৭ মার্কিন ডলারে।

ভার্চুয়াল এ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা।

পঞ্চম এলডিসি সম্মেলনের প্রস্তুতি কমিটির সভা
পঞ্চম এলডিসি সম্মেলনের প্রস্তুতি কমিটির সভা

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে করোনা মহামারীতে লকডাউনের মধ্যে বাংলাদেশ দ্রুত অনলাইন সরকার ব্যবস্থাপনা, শিক্ষা ও অনলাইন কর্মপরিবেশে নিজেদেরকে পরিবর্তিত করতে পেরেছে। এছাড়া দেশে মোবাইল ফোনভিত্তিক কোভিড শনাক্তকরণ পদ্ধতি এবং সরাসরি কোভিড তথ্য-সহায়তা চালু করার ফলে সবচেয়ে কম সংক্রমণ হারের দেশের তালিকাতেও বাংলাদেশ অবস্থান করছে।

ভার্চুয়াল এ সভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তথ্যপ্রযুক্তিতে দেশের সামগ্রিক অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্গম এলাকাতেও পৌঁছাবে নেটওয়ার্ক

আপডেট : ০৬:৫৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
::নিজস্ব প্রতিবেদক::
নিজস্ব অর্থায়নে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ স্থাপনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, এর ফলে দেশের দুর্গম এলাকা ও দীপাঞ্চল নেটওয়ার্কের আওতায় আসবে।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলমান পঞ্চম এলডিসি সম্মেলনের প্রস্তুতি কমিটির সভার দ্বিতীয় দিন ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন তিনি। এদিন ‘বহুমাত্রিক ঝুঁকি মোকাবেলা এবং উন্নয়নের টেকসই লক্ষ্য অর্জনে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তির ব্যবহার’ শীর্ষক আলোচনায় মূল বক্তা ছিলেন জয়।

‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের ফলে বাংলাদেশের জিডিপি চীনকেও ছাড়িয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, করোনার মধ্যেও আমরা জিডিপি প্রবৃদ্ধিতে ভারতকে অতিক্রম করেছি ; ২০২০ সালে আমাদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২,২২৭ মার্কিন ডলারে।

ভার্চুয়াল এ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা।

পঞ্চম এলডিসি সম্মেলনের প্রস্তুতি কমিটির সভা
পঞ্চম এলডিসি সম্মেলনের প্রস্তুতি কমিটির সভা

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে করোনা মহামারীতে লকডাউনের মধ্যে বাংলাদেশ দ্রুত অনলাইন সরকার ব্যবস্থাপনা, শিক্ষা ও অনলাইন কর্মপরিবেশে নিজেদেরকে পরিবর্তিত করতে পেরেছে। এছাড়া দেশে মোবাইল ফোনভিত্তিক কোভিড শনাক্তকরণ পদ্ধতি এবং সরাসরি কোভিড তথ্য-সহায়তা চালু করার ফলে সবচেয়ে কম সংক্রমণ হারের দেশের তালিকাতেও বাংলাদেশ অবস্থান করছে।

ভার্চুয়াল এ সভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তথ্যপ্রযুক্তিতে দেশের সামগ্রিক অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ধন্যবাদ জানান।