বিড়াল উদ্ধার করে ১২ লাখ টাকা পুরস্কার পেলেন ৪ প্রবাসী
প্রতিনিধির নাম
- আপডেট : ১২:৩৬:১৮ অপরাহ্ন, সোমাবার, ৩০ অগাস্ট ২০২১
- / 237
বিড়াল উদ্ধার করে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদের কাছ থেকে পুরস্কার পেয়েছেন চারজন প্রবাসী।
বিড়াল উদ্ধারের ভাইরাল ভিডিও দেখে প্রবাসী প্রত্যেককে ৫০ হাজার দিরহাম (১২ লাখ টাকা) পুরস্কার হিসেবে দেয়া হয়। এমনকি দুবাইয়ের শাসক শেখ মুহম্মদ বিন রশিদ আল মাকতুমের কাছ থেকে ‘অচেনা নায়ক’ খেতাবও পান প্রবাসী নায়করা।
দ্বিতীয় তলার বারান্দা থেকে পড়ে যাওয়ার সময় গর্ভবতী বিড়ালের জীবন বাঁচায় দুবাইয়ের চারজন বাসিন্দা। যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দুবাই প্রশাসনের নজর কাড়ে।
ভিডিওতে বিড়ালটিকে বারান্দা থেকে ঝুলতে দেখা যায়। দ্রুত একটি বেডশিট দিয়ে নিরাপত্তা বেষ্টনি তৈরি করে নিচে অবস্থান নেয় তিনজনের একটি দল। বিড়ালটি বিছানার চাদরে পড়ে, এতে তার জীবন বেঁচে যায়।
জান যায়, বিভিন্ন জায়গা থেকে আসা, এই চার ব্যক্তি ঘটনার আগে একে অপরকে চিনতেন না।
খালিজ টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে উদ্ধারকারীরা বলেছিলেন, ‘আমরা সবাই বিড়ালকে বাঁচাতে একসাথে এসেছি।’