লইসকা বিলে ডুবে যাওয়া সেই ট্রলার উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট : ১০:৪২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • / 134

সংগৃহীত ছবি।

প্রায় ৪২ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ডুবে যাওয়া সেই ট্রলারটি উদ্ধার করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস ট্রলারটিকে পানির নিচ থেকে উদ্ধার করে।

ট্রলারের ভেতরে আর কোনো লাশ পাওয়া যায়নি বলে জানিয়েছেনন সংশ্লিষ্টরা। এর মধ্য দিয়ে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান শেষ হয়েছে।

শুক্রবার বিকেলে ট্রলারডুবির ঘটনায় মোট ২২ জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে ১১জন নারী ও ৯জন শিশু। স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথভাবে ডুবে যাওয়ার ট্রলারটিকে উদ্ধার করে। ট্রলারের ভেতরে আর কোনো মরদেহ পাওয়া যায়নি।

গত ২৭ আগস্ট (শুক্রবার) বিকেল সোয়া ৫টায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে অপর একটি যাত্রীবোঝাই ট্রলার ডুবে যায়।

ডুবে যাওয়া ট্রলারটি বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার নৌকাঘাটের দিকে আসছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লইসকা বিলে ডুবে যাওয়া সেই ট্রলার উদ্ধার

আপডেট : ১০:৪২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
প্রায় ৪২ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ডুবে যাওয়া সেই ট্রলারটি উদ্ধার করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস ট্রলারটিকে পানির নিচ থেকে উদ্ধার করে।

ট্রলারের ভেতরে আর কোনো লাশ পাওয়া যায়নি বলে জানিয়েছেনন সংশ্লিষ্টরা। এর মধ্য দিয়ে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান শেষ হয়েছে।

শুক্রবার বিকেলে ট্রলারডুবির ঘটনায় মোট ২২ জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে ১১জন নারী ও ৯জন শিশু। স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথভাবে ডুবে যাওয়ার ট্রলারটিকে উদ্ধার করে। ট্রলারের ভেতরে আর কোনো মরদেহ পাওয়া যায়নি।

গত ২৭ আগস্ট (শুক্রবার) বিকেল সোয়া ৫টায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে অপর একটি যাত্রীবোঝাই ট্রলার ডুবে যায়।

ডুবে যাওয়া ট্রলারটি বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার নৌকাঘাটের দিকে আসছিল।