জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
- আপডেট : ১২:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / 196
কিউদের দেওয়া মামুলি এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারের প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরে যান মোহাম্মদ নাঈম। ১ রানে তার বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। শর্ট কভারে হেনরি নিকলসের ক্যাচ হন নাঈম। অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট পান কোল ম্যাককনচি।
নাঈমের বিদায়ের পরের ওভারেই সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। আউট হওয়ার আগে এই হার্ড হিটার ব্যাটসম্যান করেন ১ রান। দুই উইকেট হারিয়ে বিপদে পড়লে দলের হাল ধরেন সাকিব ও মুশফিক। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৩ বলে ২৫ রান করে আউট হন সাকিব।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৬ রান। ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ ( অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট রক্ষক), রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকলস, কোল ম্যাকননচি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার।