ক্লিনফিড ছাড়া অক্টোবর থেকে বিদেশি চ্যানেল চলবে না
প্রতিনিধির নাম
- আপডেট : ০১:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / 200
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ক্লিনফিড (বিজ্ঞাপন ছাড়া অনুষ্ঠান) ছাড়া অক্টোবর থেকে দেশে কোনো বিদেশি চ্যানেল চলতে পারবে না। এর কোনো ব্যত্যয় হলে আইন প্রয়োগ ও লাইসেন্স বাতিল করা হবে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো), টিভি চ্যানেল ডিস্ট্রিবিউটর ও কেবল অপারেটর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এতথ্য জানান তিনি।
বিদেশি চ্যানেলগুলোকে বারবার তাগাদা দেয়া সত্ত্বেও তারা ক্লিনফিড করে পাঠাচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, ৩০ সেপ্টেম্বরের পরে দেশে কোনো অবস্থাতেই ক্লিনফিড ছাড়া বিদেশি চ্যানেলকে চালাতে দেয়া হবে না। এবং ৩০ সেপ্টেম্বরের পরে এক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে।
বিদেশি চ্যানেলের ক্লিনফিড নিশ্চিত করা এবং অবৈধ সংযোগ বন্ধে দ্রুতই সারা দেশে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
উল্লেখ্য, ক্লিনফিড নিশ্চিত করা হলে দেশে কোনো বিদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারে বিদেশি কোনো বিজ্ঞাপন বা অন্যান্য কোনো বাণিজ্যিক কনটেন্ট থাকবে না।