শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ
![](http://jugerkantho24.com/wp-content/uploads/2022/10/lazy.png)
- আপডেট : ০১:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / 155
রোববার ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি টোমো হোজুমি এক বার্তায় বলেন, বাংলাদেশ সরকারের স্কুল খুলে দেয়ার সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ইউনিসেফ। অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আমরা নিরাপদ ভাবে স্কুল খোলা রাখার জন্য সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবো।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। করোনা সংক্রমণের হার কমে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এর আগে ২৬ আগস্ট একটি যৌথ সভা হয়।
গত ৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। আর মেডিকেল কলেজগুলো ১৩ সেপ্টেম্বর এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অক্টোবরের মাঝামাঝি সময়ে খুলে দেওয়ার কথা সরকারের পক্ষ থেকে জানানো হয়। রোববার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে শিক্ষামন্ত্রী স্কুল-কলেজ খুলে দেয়ার ঘোষণা দেন।