ভারতকে ব্যাটিংয়ে পাঠালো নিউজিল্যান্ড
- আপডেট : ০১:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / 185
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন বৃষ্টির কারণে টসও হয়নি। তবে দ্বিতীয় দন মাঠে গড়াচ্ছে খেলা। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউ জিল্যান্ড।
শনিবার সাউদাম্পটনের দ্য রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় টস। আজও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে হয়নি টসও।
শুক্রবার স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে দুশ্চিন্তার কিছু নেই রিজার্ভ ডে রাখা হয়েছে। ষষ্ঠ দিন খেলা হবে প্রথম দিনের খেলা পরিত্যাক্ত হওয়াতে।
ভারত একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও যশপ্রীত বুমরা।
নিউ জিল্যান্ড একাদাশ
টম ল্যাথাম, ডে ভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (ডাব্লু), কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নীল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।