করোনা নেগেটিভ ফিন অ্যালেন
প্রতিনিধির নাম
- আপডেট : ০১:৩৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / 170
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ২৪ আগস্ট ঢাকায় আসে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে কিউইরা দেশে আসার ৪ দিন আগে ২০ আগস্ট নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার ঢাকায় আসে। তার মধ্যে ছিলেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ফিন অ্যালেন।
ঢাকায় পৌঁছানোর ৪৮ ঘণ্টা পর করোনা পজিটিভ হয়েছিলেন তিনি। যে কারণে কোয়ারেন্টাইনে ছিলেন এতদিন। যার ফলে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে পারেনি। তবে ৮ দিন পর করোনাভাইরাসে নেগেটিভ হয়েছেন ফিন অ্যালেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে নিউজিল্যান্ডের হেড কোচ গ্লেন পকনাল বলেন, সে নেগেটিভ প্রমাণিত হয়েছে। সে এখন খুব ভালো আছে। ফিন আমাদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা আশাবাদী সে ফিট না থাকলে ২/১ দিনের মাঝেই আমাদের সঙ্গে যোগ দেবে।
এদিকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের বাকি চারটি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়া সিরিজের মতো মিরপুরে হবে নিউজিল্যান্ডের সবগুলো ম্যাচ।