কেমন হবে বৃষ্টি দিনের পোশাক
- আপডেট : ১২:১০:১৮ অপরাহ্ন, সোমাবার, ৩১ মে ২০২১
- / 209
বৃষ্টিতে কেমন পোশাক পরবেন এই ভেবে অনেকেই চিন্তায় পড়ে যান। কাদা-পানির ভয়ে নতুন কোনো পোশাক অথবা পছন্দের ড্রেসটি পরতে পারছেন না অনেকেই। আবার এই সময়ে পোশাক নির্বাচনে ভুল হলে ঠাণ্ডা জ্বরেও ভুগতে হতে পারে। তাই সতর্ক থাকতে হবে পোশাক বাছাইয়ে। চলুন তবে জেনে নেয়া যাক বৃষ্টির দিনে পোশাক যেমন হওয়া উচিত-
১. সুতি পোশাক এড়িয়ে চলুন। কারণ আপনি যদি সুতি পোশাক পরে থাকেন তবে তা ভিজে গেলে সহজে শুকাবে না ফলে আপনি অসুস্থ হয়ে পরবেন সহজেই।
২. স্কিন টাইট জিন্স বা চুড়িদার সালওয়ার এড়িয়ে চলুন। কারণ এই ধরনের পোশাক আপনাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে।
৩. আবহাওয়া খারাপ দেখলে অবশ্যই হালকা রঙের পোশাক পরিহার করুন।
৪. রঙিন পোশাক পরিধান করুন। যেমন- লাল, নীল, কমলা, সবুজ ইত্যাদি রঙের পোশাক পরুন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, রঙটি যেন দৃষ্টিকটু না হয়।
৫. বৃষ্টিতে বাতাসের আর্দ্রতা বেশি থাকে তাই কাপড় দ্রুত শুকায়না। তাই এমন পোশাক বেছে নিন যা দ্রুত শুকিয়ে যাবে।
৬. যেসব কাপড় ভিজে গেলে বাজে গন্ধ ছড়ায় সেসব কাপড়ের পোশাক এড়িয়ে চলুন।
৭. এমন পোশাক বাছাই করুন যা বৃষ্টি শেষে রোদ উঠলেও দেখতে মানাসই হবে।
৮. যেসব পোশাকে কাদা লাগলে দাগ উঠবেনা বলে মনে হবে সেসব পোশাক পরা থেকে বিরত থাকুন।
৯. বৃষ্টির দিনে সবসময় ছাতা ও রেইনকোর্ট সঙ্গে রাখুন যাতে পোশাক এবং আপনি নিজেও বৃষ্টির পানি থেকে সুরক্ষিত থাকেন।