সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফেরার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অক্টোবর ২১, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া ১৫ শতাংশ বাড়াচ্ছে সরকার।

মঙ্গলবার দুপুরে এ ঘোষণার পর শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, সুন্দর সমাধান হয়েছে, বুধবার থেকে আমরা ক্লাসে ফিরে যাবো।

এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।

২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ নিয়ে টানা ১০ দিন আন্দোলন করছেন তারা।