শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কথা ছিলো মহাকাশে বিয়ের, কিন্তু হয়ে গেলেন একা!

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

কিছুদিন আগেই অভিনেতা টম ক্রুজের চতুর্থ বিয়ে নিয়ে উত্তপ্ত ছিলো হলিউড। শোনা যায়, প্রেমিকা কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে মহাকাশে বিয়ে সারবেন অভিনেতা। কিন্তু কে ভেবেছিল, মাত্র নয় মাসের মধ্যেই এই সম্পর্কের পরিণয় হবে না! অতঃপর, আকাশে ক্ষণিকের উল্কার মতোই নিভে গেল টম ক্রুজের সেই স্বপ্নের ‘স্পেস ওয়েডিং’।

এই জুটির এক ঘনিষ্ঠ সুত্রের বরাত দিয়ে ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, টম ও আনার মাঝে এখন আর কোনো প্রেমের সম্পর্ক নেই। দিনে দিনে কমতে থাকে একে অপরের প্রতি আকর্ষণ। ফলে দুজনের সিদ্ধান্তেই ঘটল এই পরিণতি; এরই মধ্য দিয়ে ফের একা হয়ে গেলেন টম ক্রুজ।

বয়সে ২৬ বছরের ছোট এই অভিনেত্রীর সঙ্গে টমের সম্পর্কের সূচনা হয় যুক্তরাষ্ট্রের ভারমন্টে। সেখানেই তারা প্রথম হাত ধরাধরি অবস্থায় ক্যামেরাবন্দি হয়। এরপর থেকেই তাদের প্রেম নিয়ে আলোচনা। পরবর্তীতে লন্ডন ও মাদ্রিদেও একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় তাদের; টমের ব্যক্তিগত হেলিকপ্টার রাইডের ছবিও সে সময় আলোচনায় আসে।

সম্প্রতি তাদের নিয়ে একটি সুপারন্যাচারাল থ্রিলার চলচ্চিত্র ‘ডিপার’-এর কাজের পরিকল্পনা ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রকল্পটি থেমে গেছে- এমন গুঞ্জন উঠলেও, ঘনিষ্ঠ সূত্র জানায়, আনা তার নতুন ছবিতে কাজ শুরু করেছেন, আর পেশাগতভাবে তারা এখনো একসঙ্গে কাজ করবেন।

টম ক্রুজের জন্য এটি নতুন কিছু নয়। এর আগে তিনি অভিনেত্রী কেটি হোমস, নিকোল কিডম্যান ও মিমি রজার্সের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। এরপর বেন অ্যাফ্লেকের সঙ্গে তার সম্পর্কও আলোচনায় ছিল, যা প্রায় দশ মাস স্থায়ী ছিলো।