রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন!

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দল থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তার পদত্যাগের বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে এনসিপি।

বৃহস্পতিবার রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত আমার দেশকে বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সত্য নয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন নিউজ পোর্টালে গুঞ্জন ছড়িয়ে পড়ে।