সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অক্টোবর ১৬, ২০২৫ ৬:১০ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন। বুধবার আনুমানিক রাত ১১ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি পৌঁছাবেন বলে জানা গেছে।

চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থার প্রয়োজনীয় কিছু নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন ‘গণতন্ত্রের মাতা’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা নিয়মিত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন। আজকের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়া তার নিয়মিত চিকিৎসা প্রক্রিয়ারই একটি অংশ।