সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সার্ক কৃষি কেন্দ্র ও গাকের বৈঠকে ক্ষুদ্র কৃষকদের উন্নয়নে সহযোগিতার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অক্টোবর ১৯, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সার্ক কৃষি কেন্দ্র ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) ক্ষুদ্র কৃষকের জীবনমান উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কৃষিতে উদ্ভাবন, সহযোগিতা ও অন্তর্ভুক্তিমূলক ভ্যালু চেইন উন্নয়নের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।

শনিবার (১৮ অক্টোবর) সার্ক কৃষি কেন্দ্রের একটি প্রতিনিধিদল বগুড়ায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর প্রধান কার্যালয় পরিদর্শন করে। এই সফরটি ছিল দক্ষিণ এশীয় উন্নয়ন তহবিলের (এসডিএফ) অর্থায়নে পরিচালিত আঞ্চলিক প্রকল্প ‘দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র কৃষকদের জীবিকা উন্নয়ন: ক্ষুদ্র কৃষিভিত্তিক ব্যবসা ও মূল্য শৃঙ্খলা উন্নয়নকেন্দ্রিক উদ্যোগ’–এর সমাপনী কর্মশালার ধারাবাহিকতা।

বৈঠকে উপস্থিত ছিলেন ড. হারুনূর রশিদ, পরিচালক, সার্ক কৃষি কেন্দ্র; ড. মো. ইউনুস আলী, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক), সার্ক কৃষি কেন্দ্র। গাকের পক্ষ থেকে ড. মাহবুব আলম, সিনিয়র পরিচালক, সংস্থার চলমান কৃষি ও গ্রামীণ উন্নয়নমূলক কার্যক্রমের উপস্থাপনা দেন।

এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন মো. রায়হানুস সাদাত, পরিচালক (আইসিটি ও আরএম), গাক; মো. জিয়া উদ্দিন সরদার, সহকারী পরিচালক (যোগাযোগ ও ডকুমেন্টেশন), গাক; এবং সার্ক কৃষি কেন্দ্র, এসডিএফ ও আরডিএ (পল্লী উন্নয়ন একাডেমি)-এর কর্মকর্তারা। প্রকল্পের দেশভিত্তিক ফোকাল পয়েন্ট হিসেবে বাংলাদেশ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে উভয় প্রতিষ্ঠান যৌথ গবেষণা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং ক্ষুদ্র কৃষিভিত্তিক ব্যবসার উদ্ভাবনী মডেল সম্প্রসারণ–এর সম্ভাবনা নিয়ে আলোচনা করে। কৃষকদের প্রযুক্তি, বাজার ও আর্থিক সেবার সহজপ্রাপ্তি বাড়িয়ে টেকসই কৃষিভিত্তিক মূল্য শৃঙ্খলা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ সমৃদ্ধি বৃদ্ধি–এই লক্ষ্যেই সার্ক কৃষি কেন্দ্র ও গাক একসঙ্গে কাজ করার পরিকল্পনা গ্রহণ করে।

ড. হারুনূর রশিদ বলেন, “আঞ্চলিক সংস্থা ও স্থানীয় উন্নয়ন সংগঠনের পারস্পরিক অংশীদারিত্বই ক্ষুদ্র কৃষকদের জীবনমান উন্নয়নের মূল চালিকা শক্তি। এই ধরনের সহযোগিতা দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও গ্রামীণ অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সার্ক কৃষি কেন্দ্র ও গাক উভয়ই ভবিষ্যতে কৃষিতে উদ্ভাবন, গ্রামীণ জীবিকা শক্তিশালীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।