শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আইফোন ১৭ এখন দেশে

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কিছুদিন আগে অ্যাপল তাদের ১৭ সিরিজের চারটি মডেল উন্মোচন করে। অপেক্ষা ছিল, দেশে কবে পৌঁছাবে এসব মডেল। বাংলাদেশে অ্যাপল অনুমোদিত গ্যাজেট অ্যান্ড গিয়ার সর্বশেষ মডেলের আইফোন নিয়ে এসেছে। যার মধ্যে রয়েছে আইফোন ১৭, আইফোন এয়ার,আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্স।

রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে বিটিআই ল্যান্ডমার্কে অ্যাপল মনো স্টোর, গ্যাজেট স্টুডিও বাই জিঅ্যান্ডজিতে এসব মডেল দর্শনার্থীর জন্য প্রদর্শিত হচ্ছে। গ্যাজেট অ্যান্ড গিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরে আলম শিমু বলেন, বৈশ্বিক ব্র্যান্ডের সেরা অফারে অ্যাপলের সমৃদ্ধ অভিজ্ঞতা পৌঁছে দিতে কাজ করছি। সুনির্দিষ্ট জায়গা থেকেই বিশেষজ্ঞ সহায়তার সঙ্গে আইফোন, অ্যাকসেসরিজ ও পরিষেবা নেওয়া যাবে। ন্যূনতম ২৫৬ জিবি স্টোরেজের আইফোন ১৭ মডেলের দাম শুরু ১ লাখ ৭৯ হাজার টাকা থেকে।

নতুন আইফোনে দেওয়া হবে ৩৬ হাজার ৯৯৯ টাকায় অ্যাপল ওয়াচ আলট্রা-টু বা ফ্রি অ্যাপল এয়ারপডস প্রো-টু বা ফ্রি এয়ারপডস ফোর (এএনসি)। বিনামূল্যে দেওয়া হবে অ্যাপল ২০ ওয়াট অরিজিনাল অ্যাডাপ্টার, ফ্রি আইফোন অ্যাকসেসরিজ (কেস), এক বছরের বিক্রয়োত্তর পরিষেবার সঙ্গে এক বছরের বর্ধিত বিক্রয়োত্তর পরিষেবা। কয়েকটি ব্যাংকের জন্য ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ২৪ মাস পর্যন্ত শূন্য মাসিক কিস্তি সুবিধা। অন্যদিকে, পুরাতন ফোন বদলে বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।