আন্তর্জাতিক ফুটবলে নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ফুটবলে পদার্পণে আফগানিস্তানের হোম ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের আফগানিস্তান বনাম মিয়ানমার ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
একই দিনে ভারতের বিপক্ষে এএফসি বাছাইয়ে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। পল্টনের জাতীয় স্টেডিয়ামে যখন প্রতিবেশী দেশটির বিপক্ষে লড়বেন হামজা-জামালরা, তখন বসুন্ধরা কিংস অ্যারেনার নাম উঠে যাবে নিরপেক্ষ ভেন্যুর তালিকায়।
আফগানিস্তান ফুটবল ফেডারেশন তাদের হোম ম্যাচটি বাংলাদেশকে আয়োজনের প্রস্তাব দেয়। আনুষ্ঠানিক প্রস্তাবটা পেয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বসুন্ধরা কিংস সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুর হাসানকে জানালে তিনি কিংস অ্যারেনায় ম্যাচ আয়োজনের সম্মতি দেন বলে জানা গেছে।
এর আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (নারী ও পুরুষ) বেশ কিছু ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে। এই মাঠে এএফসি ক্লাব পর্যায়ের খেলাও সফলভাবে আয়োজন হয়েছে। সর্বশেষ নারীদের বয়সভিত্তিক সাফের (অনূর্ধ্ব-২০) আসর বসেছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়।
সুযোগ-সুবিধা, মানসম্মত আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি দিনেক দিন বৃদ্ধি পাচ্ছে। জুনে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে সফলভাবে ম্যাচ আয়োজনের পর এ মাসেই হংকং, চায়নার বিপক্ষে আরেকটি সফল আয়োজন করে বাংলাদেশ। তাতে এএফসিসহ এশিয়ার সদস্য দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ। যার ফলশ্রুতিতে আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ আয়োজনের প্রস্তাব পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।