মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ২৬ অক্টোবর, ২০২৫ তারিখে আনন্দঘন পরিবেশে উদযাপন করেছে প্রতিষ্ঠার ২৬তম বার্ষিকী। ‘নিরন্তর সম্ভাবনার ২৬ বছর’ প্রতিপাদ্যে এই আয়োজন ছিল এমটিবি’র সফল ও অনুপ্রেরণামূলক যাত্রার এক স্মরণীয় মুহূর্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, মো. খালিদ মাহমুদ খান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য প্রদান, এমটিব ‘র ২৬ বছরের যাত্রার উপর প্রতিফলন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনার পাশাপাশি কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সৈয়দ মাহবুবুর রহমান তার বক্তব্যে নিয়ন্ত্রক, সকল এমটিবিয়ান, গ্রাহক, অংশীদার এবং মিডিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমটিবির ২৬ বছরের পথচলা হলো সম্পর্ক গড়ে তোলা, সুযোগ সৃষ্টি করা এবং ভবিষ্যতকে অনন্ত সম্ভাবনার দিকে পুনরায় কল্পনা করার এক যাত্রা।
এমটিবি টাওয়ারসহ দেশের সব শাখা ও উপশাখায় দিনটি উদযাপিত হয় উৎসবমুখর পরিবেশে। উদ্ভাবন, স্থায়িত্ব ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি নিয়ে এমটিবি এগিয়ে চলেছে আরও অনেক ‘নিরন্তর সম্ভাবনার’ ভবিষ্যতের পথে।
