রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প

অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি

সামাজিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উন্নয়ন ফোরাম।

১১ অক্টোবর (শনিবার) ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুর লিমিটেড এর ব্যবস্থাপনায় কুড়িগ্রাম সদরের হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে চলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

আয়োজক সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুর লিমিটেড এর ব্যবস্থাপনায় ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপী ক্যাম্পে প্রায় এক হাজারেরও বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতের ২৬ কুড়িগ্রাম-২ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ ইয়াসিন আলী সরকার।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুর লিমিটেডের ইনচার্জ মো. ছামছুল হুদা।