সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বর্ণময়ী। এর আগে শুক্রবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

এ বিষয়ে রাজধানীর শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর মৃত্যু নিয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।

এদিকে ঢাকা স্ট্রিমের স্বর্ণময়ী বিশ্বাসের সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, সম্প্রতি কর্মক্ষেত্রে সহকর্মীর দ্বারা যৌন হয়রানির লিখিত অভিযোগ করেছিলেন তিনি। তবে অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনর্বহাল করেন গণমাধ্যমটির প্রধান সম্পাদক। বিষয়টি মেনে নিতে পারেননি স্বর্ণময়ী। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় গলায় ফাঁস দেন তিনি। পরে তাকে উদ্ধার করে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বর্ণময়ী বিশ্বাসের সহকর্মীরা জানান, সম্প্রতি কর্মক্ষেত্রে সহকর্মী আলতাফ শাহনেওয়াজের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে লিখিত অভিযোগ করেছিলেন তিনি।

আলতাফ শাহনেওয়াজ গণমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান। তবে অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনর্বহাল করেন গণমাধ্যমটির প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ। বিষয়টি মেনে নিতে পারেননি স্বর্ণময়ী। পরে গলায় ফাঁস দেন তিনি।

স্বর্ণময়ীর আত্মহত্যার ঘটনায় প্ররোচণার অভিযোগে আলতাফ শাহনেওয়াজকে বিচারের আওতায় আনার দাবি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ বিষয়ে জানতে আমাদের সময়ের পক্ষ থেকে ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ ও ঢাকা স্ট্রিমের বাংলা কনটেন্ট এডিটর অভিযুক্ত আলতাফ শাহনেওয়াজের নম্বরে একাধিকবার কল দেওয়া হলে তারা কেউই ফোন রিসিভ করেননি।

স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর বিষয়টি নিয়ে ঢাকা স্ট্রিম এক বিবৃতি দিয়েছে। রোববার বিকেল চারটার দিকে গণমাধ্যমটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক পি এম সজল আহমেদের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গতকাল শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আমাদের সহকর্মী স্বর্ণময়ী বিশ্বাসের অকাল মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকা স্ট্রিম পরিবার গভীরভাবে শোকাহত। পুলিশ ইতোমধ্যে মরদেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে। আমরা সামগ্রিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। ঢাকা স্ট্রিম এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করবে।

স্বর্ণময়ী বিশ্বাস ঢাকা স্ট্রিমের গ্রাফিক ডিজাইনার ছিলেন। কর্মপরিবেশে তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক; সহকর্মী হিসেবে ছিলেন বন্ধুভাবাপন্ন। দক্ষতার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন। এমন একজন সহকর্মী হারিয়ে আমরা যখন শোকে মুহ্যমান, তখন স্বর্ণময়ীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একধরনের প্রচারণা আমাদের চোখে পড়েছে।

সেই পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, ঢাকা স্ট্রিমের বাংলা কনটেন্ট এডিটর আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে গত ১৩ জুলাই মানবসম্পদ বিভাগে ‘লজিং কমপ্লেইন্ট এগেইন্সট ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ইন দ্য ওয়ার্কপ্লেস’ শিরোনামে একটি অভিযোগপত্র জমা পড়ে।

অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে নিম্নোক্ত পদক্ষেপ নেওয়া হয়— আলতাফ শাহনেওয়াজকে তাৎক্ষণিকভাবে বার্তাকক্ষ থেকে প্রত্যাহার করা হয়; এবং অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়।

তদন্ত প্রতিবেদনে সহকর্মীদের সঙ্গে আলতাফ শাহনেওয়াজের কিছু ক্ষেত্রে অসৌজন্যমূলক আচরণের প্রমাণ পাওয়া সাপেক্ষে ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ নিম্নোক্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে— আলতাফ শাহনেওয়াজকে বার্তাকক্ষ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখা হয়; ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ কর্মীদের জন্য প্রতিষ্ঠানের একটি আচরণবিধি চূড়ান্ত করে। কর্তৃপক্ষের এসব সিদ্ধান্তের ব্যাপারে অভিযোগকারীরা সন্তুষ্টি প্রকাশ করেন।

ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে গৃহীত ব্যবস্থাগুলো সম্পর্কে সব সহকর্মীকে অবহিত করা হয় এবং ভবিষ্যতে এই ধরনের আচরণ সম্পর্কে সহকর্মীদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এটি অত্যন্ত দুঃখজনক যে যথাযথ আইনি তদন্তের আগেই অভিযোগপত্রটির সঙ্গে স্বর্ণময়ীর মর্মান্তিক মৃত্যুকে জড়িয়ে অনেকেই মন্তব্য করছেন।

আমরা প্রয়াত সহকর্মী স্বর্ণময়ীর পরিবারের সঙ্গে আছি। তাঁর পরিবারের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতে সবার প্রতি সংবেদনশীল আচরণ করার অনুরোধ করছি। আমরা ঢাকা স্ট্রিম পরিবার যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম এবং থাকব। কর্মীদের নিরাপত্তার ব্যাপারে আমরা সচেতন ও অঙ্গীকারবদ্ধ।