মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অক্টোবর ২১, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতির বিভিন্ন অভিযোগে গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) এই অভিযান চালায় দুদক।

দুদকের অভিযানকারী দল জানিয়েছে, তিনটি প্রকল্পের বিষয় অনিয়োমের তথ্য পেয়েছে তারা। তাৎক্ষণিক যাচায়ে, সেসব অনিয়মের ব্যাপারে কাগজপত্র সংগ্রহ করেছে দুদকের দল।

বিশেষ করে দরপত্র আহ্বানের আগেই গণপূর্ত কর্মকর্তাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দরসংক্রান্ত তথ্য পৌঁছে দেয়ার বিষয়ে খোঁজ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

দুদক জানিয়েছে, জব্দ করা নথিপত্রের সামগ্রিক যাচাই-বাছাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। সে ভিত্তিতে কমিশন পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।