শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ধারাবাহিক সাফল্যে মিরপুর ইংলিশ ভার্সন কলেজ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অক্টোবর ১৭, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ধারাবাহিক সাফল্যের গৌরবোজ্জ্বল শিক্ষাপ্রতিষ্ঠান মিরপুর ইংলিশ ভার্সন কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকে রাজধানীর বৃহত্তর মিরপুর অঞ্চলে শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রেখে চলেছে মিরপুর ইংলিশ ভার্সন কলেজ। প্রতিষ্ঠানের নাম ইংরেজী ভার্সন হলেও এখানে বাংলা মাধ্যমও চালু রয়েছে।

প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল একট সুউচ্চ ভবনের তিনটি ফ্ল্যাট ভাড়া নিয়ে। কিন্তু কালের বিবর্তনে আজ রাজধানীর মিরপুর ১৫ নম্বর সেকশনের ডিএনসিসি ৪নং ওয়ার্ডে কলেজের নিজস্ব জায়গায় চলছে প্রতিষ্ঠানের নিয়মিত পাঠদান কার্যক্রম। যেখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একাডেমিক কক্ষ। শিক্ষার মানোন্নয়নে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ, ডিজিটাল কম্পিউটার ল্যাব, ইন্টারনেট কানেকশন, সর্বাধুনিক বিজ্ঞানাগার ও সিসি ক্যামেরা সবই স্থাপন করা হয়েছে প্রতিষ্ঠানে। কলেজে রয়েছে প্রশস্ত ও মনোরম সবুজ ক্যাম্পাসে একটি বড় খেলার মাঠ ও শীতাতপনিয়ন্ত্রিত অডিটোরিয়াম।

আধুনিক ও একটি শিক্ষিত জাতি গঠনে মিরপুর ইংলিশ ভার্সন কলেজ বৃহৎ অবদান রেখে যাচ্ছে। এছাড়া কলেজের শিক্ষকগণ সব সময় শিক্ষার্থীদের আলোকিত মানুষ গড়তে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে কারণে ঢাকা শিক্ষা বোর্ডের মধ্যে আজ সাড়া জাগানো একটি শিক্ষাঙ্গনে পরিণত হয়েছে মিরপুর ইংলিশ ভার্সন কলেজ।

শুধু শ্রেণী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই প্রতিষ্ঠানের শির্ক্ষাথীরা যেন আদর্শ নাগরিক হিসেবে দেশ ও সমাজে বিশেষ ভূমিকা রাখতে পারে সে জন্য শিক্ষা সফরসহ নানা উদ্যোগ নিয়ে থাকে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রতিও বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। প্রতিষ্ঠান থেকে পাশকৃত শিক্ষার্থীরা দেশে ও বিদেশে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে।

বার্ষিক খেলাধুলা, বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস, জাতীয় শোক দিবস এখানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। আর এসব কৃতিত্বের মূলে রয়েছেন শিক্ষক, গভর্নিং বডি ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো.ইয়াহিয়া খান রিজন। তাঁর সঙ্গে রয়েছেন প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, অভিভাবকা এবং এলাকার মহৎপ্রাণ ব্যক্তিবর্গ।

মিরপুর ইংলিশ ভার্সন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. ইয়াহিয়া খান রিজন কলেজটিকে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চেষ্টায় অবিচল। যে কারণে ফলাফলের দিক থেকেও প্রতিষ্ঠানটি রয়েছে শীর্ষে। প্রতি বছর অনুষ্ঠিত বোর্ড পরীক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানটি সাফল্যের ধারা অব্যাহত রেখে চলেছে। চলতি ২০২৫ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীর পাশের হার শতকরা ৯৮ ভাগ এবং অনিয়মিতসহ শিক্ষার্থীর পাশের হার শতকরা ৮১.০২ ভাগ।

এ বিষয়ে অধ্যক্ষ মো.ইয়াহিয়া খান রিজন বলেন, বৃহত্তর মিরপুরে মান সম্পন্ন একটি কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই আজকে নিজস্ব জায়গায় দাাঁড়িয়ে আছে মিরপুর ইংলিশ ভার্সন কলেজ। যদিও আজ এটি আর স্বপ্ন নয়, বাস্তবে রুপান্তরিত হয়েছে সকলের সমর্থন, সহযোগিতা এবং ভালোবাসায়। ভাড়া ফ্ল্যাট থেকে নিজস্ব ভবনে আসার জন্য প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করতে হয়েছে। এ কারণে এখানে লেখাপড়ার সুন্দর পরিবেশ বিদ্যমান রয়েছে।

যার ফলশ্রুতিতে কলেজের ফলাফল গুণগত এবং মানসম্মত করতে গিয়েও শিক্ষকগণসহ সমাজের সচেতন অভিভাবদের প্রয়োজনীয় দিকনির্দেশনায় আজ একটি কাঙ্খিত এবং ঈর্শ্বান্বিত জায়গায় কলেজটিকে আনতে পেরেছি।