সরকার বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন পেরুর নতুন প্রেসিডেন্ট হোসে জেরি। বুধবার রাজধানী লিমায় পার্লামেন্ট ভবনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এরপর প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জোড়ালো হয়। খবর আরব নিউজের।
কর্তৃপক্ষ জানায় বুধবারের বিক্ষোভে প্রায় ১০০ জন আহত হন, যাদের মধ্যে ৮০ জন পুলিশ কর্মকর্তা এবং ১০ জন সাংবাদিকও রয়েছেন।
পেরুর পার্লামেন্ট পরিদর্শনের পর জেরি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘দেশের স্থিতিশীলতা বজায় রাখা আমার দায়িত্ব এবং অঙ্গীকার।’
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় জেরি পপ তারকা রুইজের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এই মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্ত হবে।
তরুণদের জন্য উন্নত পেনশন এবং মজুরির দাবিতে এক মাস আগে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। অপরাধ ও দুর্নীতিতে কারণে সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকায় বিক্ষোভ দ্রুত বিস্তার লাভ করে।
এক দশকেরও কম সময়ের মধ্যে সপ্তম প্রেসিডেন্ট জেরি গত ১০ অক্টোবর শপথ নেন। বিক্ষোভকারীরা তাকে এবং অন্যান্য আইন প্রণেতাদের পদত্যাগের দাবি জানাচ্ছে।
এরআগে গত সপ্তাহে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের অভিসংশনের মুখে অপসারিত হন।
পেরুর প্রসিকিউটর অফিস জানিয়েছে, পপ তারকা এডুয়ার্ডো রুইজের মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে। গণ-বিক্ষোভের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।