শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে ধান নষ্টে থানায় অভিযোগে সংবাদ সম্মেলন

জয়পুরহাট প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দিবাকরপুর মাঠে আগাছা নাশক ছিটিয়ে ধান নষ্ট করা হয় থানায় এমন মিথ্যা অভিযোগ করায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কৃষক।

শুক্রবার (১৭ অক্টোবর) উপজেলার দিবাকরপুর নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে কৃষক অলিউজ্জামান অলির মেয়ে বাবার পক্ষে বলেন, আমার দাদা মৃত বুদু মিয়া ১৯৪৫ সালে দিবাকরপুর মৌজায় বিভিন্ন দাগে ৪ একর ৩ শতক জমি ক্রয় করেন যা ১৯৬২ সালে রেকর্ডভূক্ত হয়।

পরবর্তীতে ১৯৯০ সালে ভূমি রেকর্ডে ১০৫ ও ২০৯ হাল দাগের ৯৬ শতক জমি ভূলক্রমে মৃত আজিজারের ছেলে নাসির উদ্দিনের নামে রের্কডভুক্ত হয়। বিষয়টি সংশোধনে ২০২৩ সালে জেলা জজ আদালতে মামলা করি (মামলা নং ৬০/২০২৩) বর্তমানে বিচারাধীন।

গত ১২ অক্টোবর আদালতে হাজিরা দেই ঐ রাতেই উক্ত জমিতে কে বা কাহারা ঔষধ ছিটিয়ে ধানের ক্ষতি করেছে আমরা কিছু জানি না। এমন কাজ আমরা করেছি মর্মে স্থানীয় ইউপি সদস্য একরামুল হক আমি সহ ২’ভাইয়ের নামে থানায় অভিযোগ করে। বিষয়টি তদস্ত পূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ করেন।

এব্যাপারে একরামুল হক বলেন, উক্ত সম্পত্তিতে আমার লাগানো ধানে অলি আগাছা নাশক ছিটিয়ে ধানের ক্ষতি করেছে তার স্বাক্ষী আছে। আইনগত ভাবে এর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।