ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

‘উন্নত দেশেও প্রকল্প বাস্তবায়নে দেরি হয়’

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৪৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • / 79
শুধু বাংলাদেশেই নয়, আমেরিকা-সুইজারল্যান্ড-ইংল্যাণ্ডের মতো উন্নত দেশেও প্রকল্প বাস্তবায়নে দেরি হয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ একটি মারাত্মক সমস্যা। অনেকে জমি দিতে চায় না। এটা চলমান সমস্যা। তারপরও প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে। তবে প্রকল্প বাস্তবায়নে এমন দেরি শুধু বাংলাদেশে নয়, সুইজার‌ল্যান্ড-ইংল্যান্ডেও হয়।’

একনেক সভায় ১০ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা হয়। এই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

প্রকল্প বাস্তবায়নে বার বার সময় কেন বাড়ানো হয়? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ইট ইজ নট ইন মাই কান্ট্রি অ্যালোন, গো টু আমেরিকা, গো টু ইংল্যান্ড, গো টু সুইজারল্যান্ড।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘বারবার প্রকল্প রিভিশন একটা রানিং সমস্যা, তাই সেটা নিয়ে আলোচনা হয়। দুর্নীতি যেমন একটা বড় সমস্যা, সবাই এটা নিয়ে চিন্তা করে, প্রকল্প বাস্তবায়ন তেমনি একটি সমস্যা। তবে কিছু কিছু ক্ষেত্রে বাস্তব কারণে প্রকল্পে একটু দেরি হয়। করোনা তেমনি একটি কারণ।’

একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র থেকে ইসলামিক শিক্ষা দিতে হবে। যেন যুবকরা জঙ্গিবাদে ঝুঁকে না পড়ে।’

তিনি আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দক্ষিণাঞ্চলে বেশি করে ধান চাষ করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘উন্নত দেশেও প্রকল্প বাস্তবায়নে দেরি হয়’

আপডেট : ০১:৪৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
শুধু বাংলাদেশেই নয়, আমেরিকা-সুইজারল্যান্ড-ইংল্যাণ্ডের মতো উন্নত দেশেও প্রকল্প বাস্তবায়নে দেরি হয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ একটি মারাত্মক সমস্যা। অনেকে জমি দিতে চায় না। এটা চলমান সমস্যা। তারপরও প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে। তবে প্রকল্প বাস্তবায়নে এমন দেরি শুধু বাংলাদেশে নয়, সুইজার‌ল্যান্ড-ইংল্যান্ডেও হয়।’

একনেক সভায় ১০ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা হয়। এই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

প্রকল্প বাস্তবায়নে বার বার সময় কেন বাড়ানো হয়? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ইট ইজ নট ইন মাই কান্ট্রি অ্যালোন, গো টু আমেরিকা, গো টু ইংল্যান্ড, গো টু সুইজারল্যান্ড।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘বারবার প্রকল্প রিভিশন একটা রানিং সমস্যা, তাই সেটা নিয়ে আলোচনা হয়। দুর্নীতি যেমন একটা বড় সমস্যা, সবাই এটা নিয়ে চিন্তা করে, প্রকল্প বাস্তবায়ন তেমনি একটি সমস্যা। তবে কিছু কিছু ক্ষেত্রে বাস্তব কারণে প্রকল্পে একটু দেরি হয়। করোনা তেমনি একটি কারণ।’

একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র থেকে ইসলামিক শিক্ষা দিতে হবে। যেন যুবকরা জঙ্গিবাদে ঝুঁকে না পড়ে।’

তিনি আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দক্ষিণাঞ্চলে বেশি করে ধান চাষ করতে হবে।’