সর্বশেষ প্রকাশিত ফিফার র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৪ থেকে ১৮৩তম স্থানে অবস্থান করছে লাল-সবুজ জার্সিধারীরা। চলতি মাসে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলে তারা। হোম ম্যাচে ৩-২ গোলে হারের পর অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেন হামজা-জামালরা। এই পারফরম্যান্সের প্রভাব র্যাংকিংয়ের ওপরও পড়েছে।
অন্যদিকে ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ পেছাল হংকং। তাদের অবস্থান এখন ১৪৮তম। দুই ধাপ পিছিয়েছে ভারতও। তাদের অবস্থান এখন ১৩৬তম। অপরদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এক ধাপ উন্নতি হয়েছে। ফ্রান্সকে তিনে ঠেলে দিয়ে দুইয়ে উঠে এসেছে আর্জেন্টিনা।
তবে র্যাংকিংয়ে অবনতি হয়েছে প্রীতি ম্যাচে জাপানের কাছে হেরে যাওয়া ব্রাজিলের। এক ধাপ পিছিয়ে সপ্তম অবস্থানে তারা। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। শীর্ষ দলে উঠে এসেছে জার্মানি। দুই ধাপ এগিয়ে এখন দশম অবস্থানে জার্মানরা।