মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে বৃহত্তর জোট গড়তে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অক্টোবর ২৭, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর জোট গঠন করতে চায় বিএনপি।

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই ইচ্ছার কথা প্রকাশ করেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। এই ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়, সেই বার্তাও দিতে চায় দলটি। এর মধ্য দিয়ে বৃহত্তর আন্দোলন ও নির্বাচনের জন্য একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরির ইঙ্গিত দিলেন তিনি।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গেও কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই হাইকমান্ডের এই বৈঠক। এটি অভ্যন্তরীণ সংহতি নিশ্চিত করার প্রচেষ্টার অংশ বলে তিনি উল্লেখ করেন।

তরুণ ও যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কর্মসূচি প্রণয়নের কথা জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর।