বর্তমানে ঢাউসিকের আওতাধীন এলাকায় মোট ৩১৫ জন তালিকাভুক্ত মাংস ব্যবসায়ী রয়েছেন। প্যানেল মেয়রের পরিদর্শনের সময় ইজারাদার ও গরু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাংস ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করা হয়। প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা জানান, বৃহত্তর মিরপুর ও পল্লবী এলাকায় মাংসের দাম স্থিতিশীল রাখার জন্য তিনি নিজে তদারকি করবেন।
উল্লেখ্য, বর্তমানে যে কোনো আকৃতির প্রতিটি মহিষ, গরু ও ভেড়া বা ছাগলের হাসিল যথাক্রমে ১৫০, ১০০ ও ৫০ টাকা। মাংস ব্যবসায়ী ব্যতীত অন্যদের ক্ষেত্রে হাসিলের পরিমাণ পশুর বিক্রয়মূল্যের শতকরা সাড়ে ৩ ভাগ। গত ১৪ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতি কেজি দেশী গরুর মাংসের দাম ৪৫০ ও বিদেশী ৪২০ টাকা; মহিষের মাংস ৪২০ টাকা; খাসির মাংস ৭২০ টাকা ও ভেড়া বা বকরীর দাম ৬০০ টাকা নির্ধারণ করা হয়। এ দাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। —বিজ্ঞপ্তি