জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
০২ জুন ২০১৮, ০৬:০৮

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার বেলা ১১টার দিকে জাতির পিতার বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তিনি ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০ টায় হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। ১০টা ৫০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া পৌঁছান।
বেলা ১২ টা পর্যন্ত টুঙ্গিপাড়ায় অবস্থান শেষে দুপুর ১২ টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।