পাত্তাই পাইনি আমরা : সাকিব
০৪ জুন ২০১৮, ১২:৩১

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। যেনতেন হার নয়, আফগানদের বিপক্ষে টাইগাররা হেরেছে ৪৫ রানে। বাংলাদেশের দলপতি সাকিব আল হাসানের মতে, বাংলাদেশ জাস্ট উড়ে গেছে।
র্যাংকিংয়ের দিকে তাকালে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে আফগানিস্তান। তাই ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই স্বাগতিকদের কাছে ধরাশায়ী বাংলাদেশ।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবের স্বীকারোক্তি, আমরা কোনো বিভাগেই লড়াই করতে পারিনি। শেষের ৪ ওভার বাদে বোলিংটা ভালো হলেও ব্যাটিং-ফিল্ডিংটা খুবই খারাপ হয়েছে। সামনে ভালো করতে হলে সব জায়গায় আমাদের উন্নতি করতে হবে। এর কোনো বিকল্প নেই।