দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে পৃথক পৃথক বন্দুক যুদ্ধে সদর উপজেলায় ও হাকিমপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
গুলিবিদ্ধরা হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকার আফতাব মন্ডলের ছেলে আলাউদ্দিন ওরফে চিকা (৩৫) ও সদর উপজেলার দানিহারী গ্রামের হাসান আলীর ছেলে লুৎফর রহমান (৪২)।
মঙ্গলবার (৫ জুন) ভোরে তাদের গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, চলমান মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুইজন মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযানে তাদের কাছ থেকে ফেনসিডিল ও অস্ত্র উদ্ধার করা হয়। আটক দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় একাধিক মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।