অনলাইন ডেস্ক
মঙ্গলবার (০৫ জুন) সকাল ১১ টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে দশম জাতীয় সংসদের ২১তম ও বর্তমান সরকারের শেষ বাজেট অধিবেশন।
আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে বাজেট অধিবেশন ১২ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়। প্রতি বছরের মতো এবারও অধিবেশন পরিচালনার জন্য পাঁচজন প্যানেল সভাপতি মনোনীত করেছেন স্পিকার।
স্পিকার বা ডেপুটি স্পিকার বাজেট অধিবেশনে অনুপস্থিত থাকলে ক্রমানুসারে সভাপতির দায়িত্ব পালন করবেন প্যানেল সদস্যরা।
এবারের বাজেট অধিবেশনে প্যানেল সভাপতি হলেন- আবুল কালাম আজাদ, শামসুল হক টুকু, মাহবুব আলী, ফখরুল ইমাম, সফুরা বেগম।