বিশ্বকাপে বিদেশি পতাকা ওড়াতে বাধা নেই
০৫ জুন ২০১৮, ১৩:০০

বিশ্বকাপের সময় বাংলাদেশের আকাশে বিদেশি পতাকা ওড়ানো বন্ধে এক ব্যক্তির করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বলা হয়েছে, রিটটি সুর্নিদিষ্ট প্রক্রিয়া মেনে দাখিল করা হয়নি। ফলে মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি শাহিদুল করিম রিটটি খারিজ করে দেন। গাইবান্ধার মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আমিন গত ২৭ মে এই রিট করেন। পরেরদিন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে রিটটি খারিজ হওয়ার পর রিটকারী অন্য বেঞ্চে আবার রিট করার কথা জানিয়েছিলেন। এবার ৪ জুন করা এই রিটটিও খারিজ হয়ে গেল।
রিটকারীর আইনজীবী আব্দুল হালিম বলেন, ‘বিশ্বকাপের সময় বিদেশি পতাকা ওড়ানোর আইনি বাধা আর রইল না।’
নুরুল আমিনের করা রিটে বলা হয়, ‘বাংলাদেশের পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী বিদেশি দূতাবাসের সামনে সেইসব দেশের পতাকা ওড়ানো যাবে। কিন্তু দেশের অন্য কোন জায়গায় তা ওড়াতে হলে সরকারের অনুমতি নিতে হবে।’
রাশিয়ায় এবারের ফুটবল বিশ্বকাপ শুরু হবে ১৪ জুন। এরমধ্যেই বিভিন্ন দেশের পতাকা উড়তে শুরু করেছে বাংলাদেশের আকাশে।