প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে আগামী ডিসেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন। বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিতে। এমনকি বিয়ের জন্য নাকি হলিউড ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপিকা।
এরই মধ্যে মা উজালা পাড়ুকোনকে নিয়ে মুম্বাইয়ের বান্দ্রার একটি দোকানে কেনাকাটা করতে দেখা গেলো দীপিকা পাড়ুকোনকে।
ইতিমধ্যে অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে মা-মেয়ের কেনাকাটা করার বেশ কয়েকটি স্থিরচিত্র। এরপর থেকে গুঞ্জন শুরু হয়েছে, মায়ের সঙ্গে বিয়ের কেনাকাটা সেরে নিচ্ছেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা।