মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় একি পরিবারে নিহত ১ ॥ এবং গুরুতর আহত ১
০৭ জুন ২০১৮, ১০:২০

শাহ্ সৈকত মুন্না
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কুর্ণী বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সকালে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত এবং ১ জন গুরুতর আহত হয়েছে। নিহতের নাম সাগর (১০), সে উপজেলার মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের মোঃ সাজ্জাদ হোসেনের ছেলে ও সাজ্জাদ হোসেনের স্ত্রী আহত শিউলী বেগম (৩৭)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মা তার দুই ছেলেকে নিয়ে ভাতকুড়া নিজের গ্রামের বাড়িতে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঐ স্থানে পৌছালে পারাপার হওয়ার সময় দ্রুত বেগে আসা একটি বাস তাদের চাপা দেয়। এ ঘটনায় আহত শিউলী বেগমকে এলাকাবাসী উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।
এ দূর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১০-১৫কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হলে মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ যানজট নিরসনে কাজ করে।
এ বিষয়ে, গোড়াই হাইওয়ে থানার এস. আই ফজলুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে যদি লাশ নেয়ার জন্য আবেদন করে তাহলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে আর তা যদি না করা হয় তাহলে লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হবে।